মানিকগঞ্জ সিঙ্গাইর থানার ওসি জিয়ারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) উপজেলার জয়মন্টপ ইউনিয়নে খেলার মাঠে সিঙ্গাইর থানার আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মো. গোলাম আজাদ খান বিপিএম,পিপিএম (বার)।
জনসাধারণ মানুষদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, বর্তামান চলমান দ্রব্যমূল্য বৃদ্ধি, চাঁদাবাজ, মাদক, মারামারিসহ বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জরিতদের কোনো ছাড় দেয়া হবে না এবং রমজান মাসে পণ্যের গাড়িতে রাস্তায় কোনো চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শারমিন আক্তার, বলধরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মাজেদ খান, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, বাদল হোসেনসহ প্রমুখ।
পরে অনুষ্ঠানের সভাপতি ওসি জিয়ারুল ইসলাম বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করেন।
টিএইচ